প্রিয়াঙ্কার পরনে ৬০ বছরের পুরনো বেনারসি!

সম্প্রতি নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধন উপলক্ষে বলিউড তারকাদের মেলা বসেছিল। উপস্থিত ছিলেন দেশ-বিদেশের নানা অতিথি। প্রিয়াঙ্কা চোপড়া হাজীর হয়েছিলেন আমেরিকার পপ সংগীতশিল্পী স্বামী নিক জোনাসকে নিয়ে। দীর্ঘদিন পর সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে এসেই সবাইকে চমকে দিয়েছেন এই অভিনেত্রী।

বরাবরই ফ্যাশন সচেতন প্রিয়াঙ্কা ৬০ বছরের পুরনো এক বেনারসি শাড়িকে কেটেছেঁটে পোশাক বানিয়ে সেটা পরে এসেছিলেন। পোশাকটিতে ছিল ইন্দো-ওয়েস্টার্ন ফ্যাশনের ছোঁয়া। ডিজাইনার অমিত আগরওয়ালের নকশা করা এই পোশাক প্রায় ৬ মাস ধরে তৈরি করা হয়েছে।

ইনস্টাগ্রামে এই পোশাক তৈরির গল্প শেয়ার করেছেন অমিত। জানিয়েছেন, ৬০ বছরের পুরনো একটি সিল্ক বেনারসি ব্রোকেড শাড়িকে রূপালি সুতা ও সোনালি খাদির কাপড়ের সঙ্গে মিশ্রণ করে বানানো হয়েছে প্রিয়াঙ্কার পোশাক। এই পোশাকটি তৈরি করতে প্রায় ৬ মাস সময় লেগেছে তার। প্রিয়াঙ্কাও দারুণভাবে এই পোশাককে গ্লোবাল ফ্যাশনে পরিণত করেছেন নিজস্ব স্টাইলে।

বুলগেরি চোকারের সঙ্গে স্টেটমেন্ট রিং ও হিরার কানের দুল পরেছিলেন প্রিয়াঙ্কা। সঙ্গে হলোগ্রাফিক হাই হিল ছিল। চুলে ছিল ওয়েভি খোলা লুক ও শিমারি আইশ্যাডোর মেকআপ। ঠোঁটে মভ রঙের গ্লসি লিপস্টিকে পূর্ণতা এনেছিলেন সাজে।