পানির বোতলের দুর্গন্ধ দূর করবেন যেভাবে 

গরমের সময় পানির বোতল রাখতে হয় সঙ্গেই। সবসময় পানি রাখতে রাখতে দুর্গন্ধ হয়ে যায় বোতলে। কীভাবে দূর করবেন এই দুর্গন্ধ? জেনে নিন সেটাই। 

  • বেকিং সোডা পানির বোতলে ভরে তাতে পানি দিয়ে ভালো করে ঝাঁকান। এবার এই অবস্থায় কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। দুর্গন্ধ দূর হবে।
  • বোতলে লেবুর রস আর পানি ভরে ভালো করে ঝাঁকিয়ে নিন। তারপর কিছুক্ষণ রেখে ধুয়ে নিন।
  •  ভিনেগারও এই ক্ষেত্রে বেশ কাজে আসে। ভিনেগারের সঙ্গে পানি মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন বোতলের ভেতর। কিছুক্ষণ পর ঝাঁকিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন।।