গল্প লিখেই উপহার

প্রকাশের জন্য নির্বাচিত গল্পের তালিকা

গল্প লিখেই উপহার

অবশেষে এসে গেছে সেই মহেন্দ্রক্ষণ। বাংলা ট্রিবিউন কর্তৃপক্ষ প্রকাশের জন্য সেরা ১০ গল্প নির্বাচন করেছে। 'গল্প লিখেই উপহার' বিষয়ক ঘোষণার পর শতাধিক গল্প এসে জমা পড়ে বাংলা ট্রিবিউনের ইমেইল ঠিকানায়।

সেখান থেকে সেরা ১০টি গল্প বেছে নেওয়া হয়েছে প্রাথমিক বিচারে। এই ১০ গল্পকে পুনরায় বিচার করবেন বিশিষ্ট্য শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম। আগামী ২৭ ফেব্রুয়ারি বিজেতাদের নাম ঘোষণা করা হবে।

নিচে নির্বাচিত সেরা ১০ গল্পের তালিকা দেওয়া হলো-

১। সীমানা পেরিয়ে – নাসরিন শাহানা

২। অক্ষম- ওয়াজেদ মহান

৩। শবদেহ- জান্নাতুল মাওয়া

৪। চাঁদের প্রেমিক- তানভীর মাহমুদুল হাসান

৫। রোবটি বশ্মীকরণ- নাজমুল হক তপন

৬। প্রতিশোধ- লুৎফর রহমান পাশা

৭। নিভৃত যতনে- শাহরিনা রহমান

৮। রুপান্তর – মোঃ সাইফ

৯। জীবিকা- এস এম মাসুদুল ইসলাম

১০। তমিজ আলীর আক্ষেপ- রোহিত হাসান কিসলু

*** বিশেষ দ্রষ্টব্য- এই ১০টি গল্প বাংলা ট্রিবিউনের সাহিত্য পাতায় প্রকাশিত হতে যাচ্ছে আগামী ২১ ফেব্রুয়ারি থেকে।এখান থেকে যে কোনও তিনজন পুরস্কার পাবেন। পুরস্কারপ্রাপ্ত গল্পের লেখকদের আগামী ২৭ ফেব্রুয়ারি ফল প্রকাশের পর বাংলা ট্রিবিউন কার্যালয়ে আমন্ত্রণ জানানো হবে আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণের জন্য।

/এফএএন/