বৃক্ষমেলায় একদিন (ফটো স্টোরি)

সবুজের প্রশান্তিতে চোখ জুড়াতে চাইলে ঘুরে আসতে পারেন বৃক্ষমেলা থেকে। রাজধানীর শের-ই-বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে গত ৫ জুন শুরু হয়েছে জাতীয় বৃক্ষমেলা। চলবে ১২ জুলাই পর্যন্ত। তবে ঈদের ছুটিতে বন্ধ থাকবে। সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ১২৪টি স্টল অংশ নিয়েছে এ বছর। ছবিতে দেখে নিন বৃক্ষমেলার ঝলক।

 

ফলদ বৃক্ষ মিলবে মেলায়

ঘর সাজানোর শৌখিন গাছের পাশাপাশি পাওয়া যাবে প্রয়োজনীয় অনেক গাছ

নানা জাতের গোলাপ গাছ রয়েছে মেলায়

নানা ধরনের ফল ও ফুল গাছের পাশাপাশি পাওয়া যাবে ঔষধি গাছও

গাছ লাগানোর জন্য টবের পাশাপাশি পাওয়া যাচ্ছে সার গাছে গাছে শোভা পাচ্ছে ফল

সরকারী দামেও মিলবে অনেক চারা

নানা জাতের আম গাছ পাওয়া যাচ্ছে মেলায় রঙ-বেরঙের ক্যাকটাস চারার পাশাপাশি রয়েছে টবসহ বিভিন্ন গাছ

ইনডোর প্ল্যান পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের

 

আরও পড়তে পারেন: চোখ জুড়ানো সবুজের বৃক্ষমেলায়