বই কিনলে টি-শার্ট ফ্রি!

বই কিনলে টি-শার্ট

ভাষার মাস উপলক্ষে  ই-কমার্স শপ রকমারি ডট কম-এ চলছে বিশেষ অফার। ১৯৫২ সালের ভাষা আন্দোলন স্মরণে রকমারি ডট কম থেকে ন্যূনতম ১৯৫২ টাকা বা এর বেশি টাকার বই কিনলেই পাচ্ছেন একটি টি-শার্ট। অফারটি চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। বইমেলার বইসহ সব ধরনের সৃজনশীল বই এখানে পাওয়া যাচ্ছে ২৫% কমিশনে। সকল অর্ডারের ক্ষেত্রে এই অফার প্রযোজ্য। www.rokomari.com ভিজিট করে বা যেকোনও মোবাইল থেকে ১৬২৯৭ নাম্বারে কল করে অর্ডার করা যাবে। 

 

/এনএ/