চুলের বৃদ্ধি বাড়াবে এই ভেষজ হেয়ার প্যাক

আমরা ঘন, কালো ও লম্বা চুল পেতে চাইলেও অনবরত চুল পড়ার কারণে সেই স্বপ্ন অপূর্ণই থেকে যায়। দূষণ, অস্বাস্থ্যকর জীবনযাপনসহ নানা কারণে আজকাল চুল পড়ার হার বেড়েছে অনেকটাই। ঘন চুল পেতে চাইলে যেমন চুল পড়া আটকানো জরুরি, তেমনি জরুরি চুলের বৃদ্ধি ত্বরান্বিত করা। এক্ষেত্রে ভেষজ হেয়ার প্যাক আপনাকে সাহায্য করতে পারে। 

প্রাকৃতিক উপাদানের তৈরি হেয়ার প্যাক ব্যবহারের বেশ কিছু সুবিধা রয়েছে। রাসায়নিকমুক্ত বলে এগুলোর তেমন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। চুলের গ্রোথ বাড়ানোর পাশাপাশি পাশাপাশি চুল পড়া কমানো, চুল ঝলমলে করাসহ নানা কাজে আসে এসব হেয়ার প্যাক। জেনে নিন এমনই চমৎকার একটি হেয়ার প্যাক বিষয়ে।

যেভাবে বানাবেন হেয়ার প্যাক 
প্যাক বানাতে প্রয়োজন হবে মেহেদি, আমলকী, মেথি ও ডিম। একটি পাত্রে ৫ টেবিল চামচ আমলকীর গুঁড়া, ২ টেবিল চামচ মেহেদির গুঁড়া, ২ টেবিল চামচ মেথির গুঁড়া ও একটি ডিমের সাদা অংশ মিশিয়ে নিন। কয়েক ফোঁটা লেবুর রস মেশাতে পারেন মিশ্রণে। 

যেভাবে ব্যবহার করবেন হেয়ার প্যাক
চুলের আগা থেকে গোড়া পর্যন্ত প্যাকটি লাগিয়ে নিন ভালো করে। ৫০ মিনিট অপেক্ষা করুন। মিশ্রণটি হালকা শুকিয়ে গেলে ধুয়ে মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে ধুয়ে ফেলুন। চুল ধোয়া শেষে এক কাপ পানিতে এক চা চামচ ভিনেগার মিশিয়ে চুলে নিন চুল। 

যেসব উপকার মিলবে এই প্যাকে  

  • আমলকী ভিটামিন সি এবং ফ্যাটি অ্যাসিডে পরিপূর্ণ। এসব উপাদানকে বলা হয় চুলের সুপারফুড। আমলকী চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়াতেও কার্যকর। এতে চুলের বৃদ্ধি দ্রুত হয়।
  • চুল পড়ার সমস্যা দূর করতে চমৎকার কার্যকর মেহেদি, আমলকী ও মেথি। এসব উপাদান চুলের গোড়া মজবুত করে ও মাথার ত্বকের স্বাস্থ্য ভালো রাখে।
  • চুলের রুক্ষতা ও ভেঙে যাওয়া প্রতিরোধ করতে পারে প্যাকটিতে থাকা উপকারী উপাদান। 
  •