দেশে দেশে নতুন বছর বরণের অদ্ভুত যত রীতি

নতুন বছরের আগমন মানেই উৎসব। আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত রেওয়াজ রয়েছে বেশিরভাগ সংস্কৃতিতে। নিউ ইয়ার ইভ বা নতুন বছরে পদার্পণের সময়কে স্মরণীয় করে রাখতে আতশবাজি, আনন্দ-উদযাপনের আয়োজন করা হয় অনেক দেশেই। আবার কিছু কিছু সংস্কৃতিতে বেশ অদ্ভুত ও ব্যতিক্রমী উপায়ে বরণ করা হয় নতুন বছরকে। জেনে নিন এমনই কিছু আয়োজন সম্পর্কে। 

 

  • স্পেনে রাত ১২টা বাজার আগের শেষ ১২ সেকেন্ডে প্রতি সেকেন্ডে একটি করে আঙুর খাওয়া হয়। তারা বিশ্বাস করে যে এতে আগামী বছর ভালো কাটবে। এই ঐতিহ্যের উৎপত্তি ১৯০৯ সালে, যখন উৎসবের মৌসুমে প্রচুর আঙুরের ফলন হতো স্পেনে এবং রাজা নতুন বছর শুরু হওয়ার প্রাক্কালে আঙুর খেতে দিতেন সবাইকে।
  • ভ্রমণ এবং দুঃসাহসিকতায় ভরা একটি বছরের আশায় কলম্বিয়ার বাসিন্দারা খালি স্যুটকেস নিয়ে হাঁটাহাঁটি করে নতুন বছর শুরুর প্রাক্কালে।
  • খারাপ আত্মাদের তাড়ানোর জন্য প্লেট ভেঙে নতুন বছরের আগমন উদযাপন করে ডেনমার্কবাসী। 
  • দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের বাসিন্দারা পুরানো যন্ত্রপাতি এবং সরঞ্জামগুলোকে জানালার বাইরে ছুঁড়ে দিয়ে উদযাপন করে নতুন বছরের আগমনকে। 
  • ব্রাজিলের পাশাপাশি ইকুয়েডর, বলিভিয়া এবং ভেনিজুয়েলার মতো অন্যান্য মধ্য ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে নববর্ষের প্রাক্কালে বিশেষ অন্তর্বাস পরাকে ভাগ্যবান বলে মনে করা হয়। 
  • পুনর্জন্মের প্রতীক হিসেবে নববর্ষের প্রাক্কালে বাড়ির সামনের দরজায় পেঁয়াজ ঝুলানো গ্রিসের ঐতিহ্য। নববর্ষের দিনটিকে স্মরণ করতে বাবা-মায়েরা তাদের শিশুদের মাথায় পেঁয়াজ দিয়ে টোকা দিয়ে জাগিয়ে তোলেন।
  • রাশিয়ানরা বছরের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো স্মরণ করে বিগত বছরের জন্য ধন্যবাদ জানাতে রাত বারোটা বাজার আগে ১২ সেকেন্ডের নীরবতা পালন করে।