এই ৫ ইনডোর প্ল্যান্ট বাঁচে ১০০ বছর

ঘরের কোণে গাছ রাখলে মেলে অনেক উপকার। ঘরের বাতাস পরিশুদ্ধ রাখার পাশাপাশি সবুজের আরামে চোখে মেলে দুদণ্ড শান্তিও। বাড়ে অন্দরের সৌন্দর্যও। কিছু ইনডোর প্ল্যান্ট আছে যারা সঠিক যত্ন পেলে দীর্ঘদিন বেঁচে থাকে। ১০০ বছর বাঁচতে পারে এমন কিছু ইনডোর প্ল্যান্টের ব্যাপারে জেনে নিন।

 

  1. অ্যালোভেরা গাছ রাখতে পারেন ঘরে। সাকুলেন্ট গোত্রের এই গাছ ঔষধি গুণের জন্য পরিচিত। উজ্জ্বল আলো এবং ঝুরঝুরে মাটিতে ভালো থাকে অ্যালোভেরা। যত্নে রাখলে ১০০ বছর দিব্যি বাঁচতে পারে এরা।
  2. গাঢ় সবুজ রঙের বড় পাতাওয়ালা রাবার প্ল্যান্টও দীর্ঘদিন বেঁচে থাকে। খুব কম আলো এবং কম যত্নেও ভালো থাকে এই গাছ।  
  3. বাতাস পরিশুদ্ধ করতে সাহায্য করে স্নেক প্ল্যান্ট। তরতরিয়ে বেড়ে ওঠা এই প্ল্যান্ট অনায়াসে একশো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে।
  4. ছোট পাম বা পার্লার পাম ট্রি ঘরের সৌন্দর্য বাড়ায়। এটি বেঁচেও থাকে বহু বছর। কম আলো এবং ভেজা মাটির এদের জন্য আদর্শ।
  5. শুভ্র সুন্দর পিস লিলি ফুল যেমন ঘরে নিয়ে আসে স্নিগ্ধতা, তেমনি মাঝারি আলো ও সঠিক যত্ন পেলে এটি বেঁচেও থাকে অনেক বছর।  

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া