লম্বা চুলের জন্য ৬ উপাদান দিয়ে তেল বানিয়ে নিন ঘরেই

লম্বা ও সিল্কি চুল পেতে চাইলে খানিকটা বাড়তি যত্ন নিতেই হবে। প্রাকৃতিক উপাদানের তৈরি একটি তেল ঘরেই বানিয়ে ব্যবহার করতে পারেন নিয়মিত। এতে থাকা উপকারী নানা উপাদান চুলে পুষ্টি জোগাবে। জেনে নিন কীভাবে তৈরি করবেন হেয়ার অয়েল।

যা যা লাগবে তেল তৈরি করতে 

২০০ মিলি নারকেল তেল, ১০০ মিলি অলিভ অয়েল, ৫০ মিলি আমন্ড অয়েল, ৩০ মিলি ক্যাস্টর অয়েল, ৫ টি জবা ফুল, ৩০ মিলি আমলকীর রস ও ২০টি নিম পাতা

যেভাবে তৈরি করবেন 
সবগুলো উপাদান একসঙ্গে মিশিয়ে চুলায় বসিয়ে দিন। ১০ মিনিট রাখুন চুলায়। এরপর নামিয়ে ছেঁকে বোতলে রেখে দিন। ব্যবহার করুন প্রয়োজন মতো।