গোলাপ গ্রামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি (ফটোফিচার)

ভালোবাসা দিবসের দিন অন্যান্য যে উপহারই থাকুক না কেন, একটি লাল গোলাপ ছাড়া যেন অসম্পূর্ণ মনে হয় সব কিছুই। প্রিয় মানুষটির হাতে ভালোবাসার প্রতীক হিসেবে গোলাপ ফুল দেওয়ার প্রচলন যুগ যুগ ধরেই চলে আসছে। এছাড়া ভালোবাসা দিবসের নানা আয়োজনও যেন অসম্পূর্ণ গোলাপ ছাড়া। ফলে দিনটিকে সামনে রেখে টকটকে লাল গোলাপের চাহিদা বেড়ে হয় আকাশচুম্বী। আবার একই দিনে উদযাপিত হবে বসন্তবরণ উৎসব। একদিনেই তাই কোটি টাকার গোলাপ ফুল বিক্রির আশা করছেন ফুলচাষিরা।। ভালোবাসা দিবসকে সামনে রেখে সাভারের বিরুলিয়ায় ফুলচাষিরা ব্যস্ত সময় পার করছেন। ফুল তুলতে ব্যস্ত সবাই। রাতেই নিতে হবে পাইকার মার্কেটে। গোলাপ গ্রাম হিসেবে পরিচিত বিরুলিয়ার ফুলচাষিদের ব্যস্ততা দেখে দিন ফটোস্টোরিতে।

 

চলছে বাগান থেকে ফুল সংগ্রহ

গোলাপ ফুটেছে বাগানজুড়ে

ফুল পৌঁছাতে হবে পাইকারি বাজারে

অনেক দর্শনার্থী সরাসরি বাগান থেকেই কিনে নিয়ে যান গোলাপ

ফুল সংগ্রহ চলছে আজ দিনজুড়েই

ফুলে ফুলে ভরে উঠেছে বাগান

ফুলের গুচ্ছ পৌঁছে যাবে স্থানীয় বাজারে

একদিনেই কোটি টাকার ফুল বিক্রির প্রত্যাশা করছেন ফুলচাষিরা

পাইকারি বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে গোলাপ