নগরজুড়ে ভালোবাসাময় বসন্তবিলাস (ফটো স্টোরি)

‘বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে’- সুরে সুরে ফাগুনের প্রথম সকাল মেতে ওঠে আজ। চারুকলা প্রাঙ্গণে ভিড় করতে শুরু করেন বাসন্তী সাজের তরুণ-তরুণীরা। দিন গড়াতেই এই ভিড় ছড়িয়ে পড়ে বকুলতলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ক্যাম্পাসে। শাহবাগের ফুলের দোকান, বইমেলা থেকে শুরু করে পথে পথে ছিল উৎসব। শুধু কি বসন্তবিলাস? আজ একই সঙ্গে উদযাপিত হচ্ছে ভালোবাসার দিন। ফলে উৎসবের পালে লেগেছে যেন জোর হাওয়া। প্রিয় মানুষটির হাতে হার্ট আকৃতির বেলুন কিংবা টকটকে লাল গোলাপ তুলে দেওয়ার আয়োজন ছিল দিনভর। বাসন্তী সাজে সেজে প্রিয় মানুষটির হাত ধরে উদ্দেশ্যহীন রিকশায় ঘোরা কিংবা ভালোবেসে চুলে ফুল পরিয়ে দেওয়ার দৃশ্যগুলো উৎসবের এই নগরীকে দিয়েছে পূর্ণতা। ছবিতে দেখে দিন আজকের ভালোবাসাময় বসন্তবিলাসের কিছু দৃশ্য। 

বাসন্তী সাজে সেজে প্রিয় মানুষটিকে নিয়ে আজ সবাই বেরিয়ে পড়েছিলেন ঘুরতে

আজ সারাদিনই ফুলের চাহিদা ছিল তুঙ্গে

প্রিয় মানুষটির হাত ধরে উদ্দেশ্যহীন হাঁটার দিন ছিল আজ

প্রেমিক-প্রেমিকাদের দেখা গেছে ফুল ও বেলুন হাতে

টকটকে লাল গোলাপ বিক্রি হয়েছে দিনজুড়েই। ফুলের দোকানগুলোতে ছিল ভিড়

আজ উৎসবের দিন, মনের মতো সেজে প্রিয় মানুষটির সঙ্গে ঘুরে বেড়ানোর দিন

রাস্তার মোড়ে মোড়ে ছিল বেলুন বিক্রেতা

বসন্ত ও ভালোবাসা দিবস উদযাপিত হয়েছে নগরজুড়ে