একই ছাদের নিচে দুই বাংলার পণ্য মেলা

বাংলাদেশি লাইফস্টাইল বুটিক খুঁত আয়োজন করেছে মেলার। এই আয়োজনে বাংলাদেশের উদ্যোক্তাদের পাশাপাশি কলকাতার উদ্যোক্তারাও অংশ নিচ্ছেন। দ্বিতীয়বারের মতো খুঁতের এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে ধানমন্ডিতে তাদের নিজস্ব আউটলেটে (বাড়ি ৩৬, রোড ৯ এ, ধানমন্ডি, ঢাকা)। আজ ২৩ ফেব্রুয়ারি শুরু হওয়া মেলাটি চলবে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। 

মেলায় দর্শনার্থীদের ভিড়। ছবি- বাংলা ট্রিবিউন

খুঁতের অন্যতম স্বত্বাধিকারী ঊর্মিলা শুক্লা জানালেন, অপার বাংলা শীর্ষক এই আয়োজনে কলকাতা থেকে ৪ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন। এই বাংলা এবং ঐ বাংলা মিলিয়ে মত ১৯ জন উদ্যোক্তা তাদের সৃজনশীল পণ্যের ঝাঁপি সাজিয়েছেন মেলায়। 

খাবারের স্টল রয়েছে মেলায়। ছবি- বাংলা ট্রিবিউন

শান্তিনিকেতন থেকে মেলায় অংশ নিতে এসেছেন প্রভাতী কর্মকার। তিনি জানালেন, মেলায় এসে খুব ভালো লাগছে সবার সাড়া পেয়ে। ভবিষ্যতে আবার এমন আয়োজনে অংশ নিতে চান তিনি। 

পোশাক ও গয়না মিলবে আয়োজনে। ছবি- বাংলা ট্রিবিউন  

মেলায় পাওয়া যাচ্ছে পোশাক, অনুসঙ্গ, খাবারের পাশাপাশি আরও অনেক কিছু। তিন দিনব্যাপী অপার বাংলা মেলা প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে।