চপ ভাজতে গিয়ে এই সমস্যাগুলোতে পড়ছেন?

ইফতারে আলুর চপ, ডিম চপ বা চিকেন চপ বানানো হয় প্রায় সময়েই। অনেক সময় দেখা যায় চপ ভাজতে গেলে খুলে ছড়িয়ে যায় কিংবা চপের গায়ে লেগে থাকা ব্রেডক্রাম্ব তেলে ছড়িয়ে পড়ে। এতে সেগুলো পুড়ে তিতকুটে স্বাদ চলে আসে চপে। মচমচে পারফেক্ট চপ বানাতে চাইলে কিছু টিপস জেনে রাখা জরুরি। 

  1. আলু সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে সঙ্গে সঙ্গে পানি থেকে তুলে বাতাসে রাখুন বাড়তি পানি শুকিয়ে যাওয়ার জন্য। এতে আলু ভর্তার পর পানি পানি লাগবে না। 
  2. আলু চপের আকৃতি করার পর ডিমে ডুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে নিতে হয়। এই প্রক্রিয়ার সময় দুই হাত ব্যবহার করুন। এক হাতে বানিয়ে নেওয়া চপ ডিমে ডুবিয়ে নেবেন ও অন্য হাতের সাহায্যে ব্রেডক্রাম্ব লাগাবেন। এতে চপের বাইরের অংশ পুরোপুরি শুকনা থাকবে। 
  3. একটু সময় নিয়ে ব্রেডক্রাম্ব লাগান চপে। সব পাশে যেন ঠিক মতো লাগে সেটা লক্ষ রাখা জরুরি। 
  4. ব্রেডক্রাম্বে গড়িয়ে নেওয়ার পর ছড়ানো প্লেটে নিয়ে চপগুলো ডিপ ফ্রিজে রেখে দিন। ২০ থেকে ৩০ মিনিট পর বের করে তারপর ভাজুন। এতে ব্রেডক্রাম্ব তেলে ছড়িয়ে পড়বে না।
  5. তেল ভালো মতো গরম হওয়ার পর তারপর তেলে দেবেন চপ। দুইদিক উল্টেপাল্টে সোনালি করে ভেজে নিন।