দাবদাহে পুড়ছে শহর (ফটো স্টোরি)

দেশজুড়ে বয়ে যাচ্ছে গ্রীষ্মের প্রচণ্ড তাপপ্রবাহ। বাড়ছে হিট অ্যালার্ট জারির সময়কাল, জনজীবন স্থবির হয়ে পড়েছে অনেকটাই। প্রয়োজন ছাড়া অনেকেই বের হচ্ছেন না বাইরে, ফলে রাস্তাঘাটেও ভিড় তুলনামূলক কম। তাদের বের হতেই হচ্ছে, তারা নানাভাবে চেষ্টা করছেন গরমকে বশে আনার। তীব্র গরমে দুদণ্ড স্বস্তি পেতে কেউ কেউ ভিড় করছেন রাস্তার পাশে বিক্রি করা পানীয়ের দোকানগুলোতে। এছাড়া আখের রস কিংবা আইসক্রিম খেয়েও গরমের অস্বস্তি কমানোর চেষ্টা করতে দেখা গেছে অনেককে। রাজধানীর চন্দ্রিমা উদ্যান এলাকার লেকে ঝাঁপিয়ে পড়তে দেখা গেল পথশিশুদের। ঝাঁ ঝাঁ দুপুরে কেউবা ক্লান্ত হিয়ে একটু জিরিয়ে নিচ্ছেন। ফটো স্টোরিতে দেখে দিন তীব্র গরমের দুপুরের কিছু খণ্ডচিত্র।

রাস্তার পাশের শরবতের দোকানে ভিড় করছেন অনেকে

শিশুরা লাফিয়ে পড়ছে লেকে

প্রচণ্ড গরমের দুপুরে রাস্তাঘাট বেশ শুনশান

গাছের ছায়ায় দুদণ্ড জিরিয়ে নেওয়া

চন্দ্রিমা উদ্যানে ঠান্ডা পানি বিক্রি করছেন বিক্রেতা

লেকেই পানিতেই যেন সাময়িক স্বস্তির খোঁজ

লেবুর শরবতের দোকানে ক্রেতাদের ভিড়

গোলা আইসক্রিমে খানিকটা প্রশান্তির খোঁজ

তীব্র রোদের দুপুরে ক্রেতার অপেক্ষায় আছেন ঝালমুড়ি বিক্রেতা