হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!

ভ্রমণে গিয়ে হোটেল থেকে কিছু নিয়ে আসাকে নিশ্চয় ব্যাড ম্যানার ভাবছেন? কিন্তু কিছু জিনিস আপনার জন্যই থাকে, এগুলো কোনও দ্বিধা ছাড়াই ব্যাগে করে নিয়ে আসতে পারেন হোটেল ছাড়ার সময়। অতিথিদের যেন কোনও অসুবিধা না হয়, তাই নানা রকম প্রসাধনী আগে থেকেই হোটেলে রাখা থাকে। ‘কমপ্লিমেন্টরি’ প্রাতরাশের মতো জিনিসগুলোও অতিথিদের জন্যই। হোটেলের ভাড়ার সঙ্গে এই সমস্ত প্রসাধনীর মূল্য ধরা থাকে। তাই ব্যবহার না করলেও হোটেল ছা়ড়ার সময়ে সেই সব জিনিস ব্যাগে ভরে নিয়ে এলে ক্ষতি নেই। তবে আগে থেকে জেনে রাখতে হবে কোন কোন জিনিস নিয়ে আসা যায়।

 

  1. দাঁত ব্রাশ, টুথ পেস্ট বা ব্রাশ কিট কোনও দ্বিধা ছাড়াই সঙ্গে নিয়ে আসতে পারেন হোটেল থেকে। 
  2. অনেক হোটেলেই ব্রাশের কিটের সঙ্গে মাউথওয়াশ থাকে। ট্র্যাভেল-সাইজড এই প্রসাধনীগুলো অতিথিদের ব্যবহারের জন্যই হোটেলে রাখা থাকে। এগুলোএকান্ত যদি ব্যবহার করার প্রয়োজন না পড়ে, সঙ্গে নিয়ে আসতে পারেন।
  3. ছোট আকারের সাবান, শ্যাম্পু, ময়েশ্চারাইজার থাকেই হোটেলে। অনেক হোটেলে ব্যবহারের জন্য থাকে শেভিং কিটও। এগুলো ব্যবহারের প্রয়োজন না পড়লে সঙ্গে নিয়ে আসতে পারেন।
  4. চা, কফি তৈরি করে নেওয়ার ব্যবস্থা রাখা থাকে হতেলে। হোটেলের রিসেপশন বা রেস্তোরাঁয় ফোন না করে যখন চা খেতে ইচ্ছে করবে, নিজেই বানিয়ে নিতে পারবেন। চা, কফির প্যাকেটগুলোও চাইলে সঙ্গে করে নিয়ে আসতে পারেন।
  5. হোটেলে রাখা খবরের কাগজ, পত্রপত্রিকা ফেরার সময় সাথে করে নিয়ে আসতে পারেন।