ঘামে ভেজা চুলের যত্নে কী করবেন

গরমের অস্বস্তি অনেকগুণ বেড়ে যায় যখন ঘাম জমে চুল চিটচিটে হয়ে যায়। গোড়ায় ঘাম জমে চুল দুর্বল হয়ে যাওয়ার মতো সমস্যাও দেখা দেয় এমন অসহনীয় গরমে। চুলের যত্নে এ সময় বিশেষ কিছু পরামর্শ মেনে চলা জরুরি। জেনে নিন ঘামে ভেজা চুলের যত্নে কী করবেন এবং কী করবেন না।

 

  • গরমের সময় অনেকেই বারবার গোসল করেন। তবে প্রতিবার চুল ভেজাবেন না। দিনে একবার চুল ভেজান। বারবার চুল ভেজালে চুল শুষ্ক হয়ে পড়বে। 
  • প্রতিদিন বাইরে বের হওয়ার প্রয়োজন হলে নিয়মিত শ্যাম্পু ব্যবহার করুন চুলে। একদিন পর পর শ্যাম্পু ব্যবহার করতে পারেন চুলে। শ্যাম্পু শেষে অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন।
  • অতিরিক্ত তাপ চুলকে শুষ্ক ও রুক্ষ করে তোলে। তাই শ্যাম্পু করার ৩০ মিনিট আগে অবশ্যই মাথায় তেল ম্যাসাজ করুন। এটি শুষ্কভাবকে প্রতিরোধ করে চুল নরম রাখবে।
  • চুলের যত্নে সেরাম ব্যবহার করুন, উপকার পাবেন।
  • ঘামে ভেজা চুল বেঁধে রাখবেন না। খুলে প্রাকৃতিক বাতাসে শুকিয়ে নিন। 
  • সপ্তাহে একদিন চুলে টক দই ম্যাসাজ করুন। ২০ মিনিটের জন্য চুলে রেখে শ্যাম্পু করে নিন। চুল ও স্ক্যাল্প ময়েশ্চারাইজড থাকবে এবং চুলকানি কমবে। 
  • ঘাম জমে চুলে দুর্গন্ধ হলে অ্যালোভেরা জেলের সঙ্গে চিনি মিশিয়ে ম্যাসাজ করুন চুলের গোড়া। 
  • ২টি ডিমের কুসুম, ১টি ডিমের সাদা অংশ, ১টি লেবুর রস এবং ১ টেবিল চামচ মধু মিশিয়ে হেয়ার প্যাক বানিয়ে নিন। মিশ্রণটি চুলে আধা ঘণ্টা লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
  • নিম পাতা ফুটিয়ে নিন কিছুক্ষণ। ছেঁকে পানিটুকু আলাদা করুন। ঠান্ডা হলে চুল ধুয়ে ফেলুন।