সৌন্দর্যচর্চায় ব্ল্যাক টি

সৌন্দর্যচর্চায় ব্ল্যাক টি

স্বাস্থ্যকর ব্ল্যাক টি শরীরের পাশাপাশি সুস্থ রাখতে পারে আপনার ত্বক ও চুল। নিয়মিত ব্ল্যাক টি ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হয়। চুল পড়া কমাতেও সাহায্য করে এটি। জেনে নিন সৌন্দর্যচর্চায় ব্ল্যাক টি-এর ব্যবহার-  


ত্বকের ব্যাকটেরিয়া দূর করতে
ব্ল্যাক টি-এ থাকা ট্যানিন ত্বকের ব্যাকটেরিয়া দূর করে। ১ কাপ লিকার দিয়ে মুখে ধুয়ে ফেলুন। এটি ত্বকের টোনার হিসেবে কাজ করবে। পাশাপাশি ধুলাবালি ও ব্যাকটেরিয়া দূর করে ত্বককে রাখবে সুস্থ।    

বলিরেখা দূর করতে
ব্ল্যাক টি- এর অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন সি ত্বককে করে নরম ও কোমল। নিয়মিত ব্ল্যাক টি লিকার দিয়ে মুখে ধুলে দূর হয় ত্বকের বলিরেখা।

পাফি চোখের জন্য
অনেকের চোখের আশেপাশের অংশ ফুলে থাকে। একে পাফি চোখ বলা হয়। ব্ল্যাক টি-এ থাকা ক্যাফেইন চোখের এ ফোলা ভাব কমাতে সাহায্য করে। টি ব্যাগ ঠাণ্ডা পানিতে ডুবিয়ে চোখের উপর দিয়ে রাখুন কিছুক্ষণ। কমে যাবে পাফি ভাব।  

শুষ্ক চুলের যত্নে
ব্ল্যাক টি-এর অ্যাসিডিক উপাদান চুলের উজ্জ্বলতা বাড়ায়। শুষ্ক ও ভঙ্গুর চুল শ্যাম্পু করার পর চায়ের লিকার দিয়ে ধুয়ে ফেলুন। চুল ঝলমলে হবে।

চুল পড়া কমাতে
ব্ল্যাক টি চুল পড়া কমাতে সাহায্য করে। ব্ল্যাক টি-এর লিকার দিয়ে চুল ধুয়ে নিন। নিয়মিত করলে চুল পড়া কমে যাবে।

 

/এনএ/