চুলের রং উঠিয়ে ফেলবেন?

রঙিন চুল

শখ করে চুলগুলোকে রঙিন করার পর দেখলেন একদম মানাচ্ছে না আপনাকে! দুশ্চিন্তার কোনও কারণ নেই। যেকোনও পার্লারে গেলেই চুলের রং উঠিয়ে ফেলতে পারবেন। তবে পার্লারে ব্যবহার করা কেমিক্যাল চুলের ক্ষতির কারণ হতে পারে। এ থেকে মুক্তি পেতে  ঘরে বসেই উঠিয়ে ফেলতে পারেন চুলের রং। জেনে নিন কীভাবে উঠাবেন-  

অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু
অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পুতে রয়েছে এক ধরনের কেমিক্যাল যা ধীরে ধীরে ম্লান করে রঙিন চুলের রং। এ ধরনের এক সপ্তাহ নিয়মিত ব্যবহার করুন। ফিকে হয়ে যাবে চুলের রং।

হট অয়েল ট্রিটমেন্ট
অলিভ অয়েল অথবা নারিকেল তেল গরম করে মাথার তালুতে ম্যাসাজ করুন। আধা ঘণ্টা পর অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। রং চলে যাবে।

বেকিং সোডা
১ টেবিল চামচ বেকিং সোডা এবং ১ টেবিল চামচ লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিন। দ্রবণটি পানিয়ে মিশিয়ে চুল ধুয়ে নিন।

মধু ও দারুচিনি
১ টেবিল চামচ দারুচিনি পাউডার ও ১ টেবিল চামচ মধু একসঙ্গে মেশান। হেয়ার প্যাকটি চুলে লাগিয়ে রাখুন এক ঘণ্টা। শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।

ভিনেগার
অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করার পর ভিনেগারে চুল ভিজিয়ে রাখুন ৫ মিনিট। দ্রুত দূর হবে চুলের রং।

/এনএ/