প্রীতি আলির চিত্র প্রদর্শনী ‘পাওয়ার অ্যান্ড পাথস’

প্রীতি আলির ‘পাওয়ার অ্যান্ড পাথস’

আগামীকাল ১৮ মার্চ চিত্রশিল্পী প্রীতি আলির একক চিত্র প্রদর্শনী শুরু হচ্ছে রাজধানীর ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে। ১৮ মার্চ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, ব্রাজিলের রাষ্ট্রদূত ওয়াঞ্জা ল্যাম্পস দা নবেগ্রা এবং চিত্রশিল্পী মনিরুল ইসলাম। প্রদর্শনী চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। শুক্র ও শনিবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং রবি থেকে বৃহস্পতিবা সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে প্রদর্শনী।

শিল্পী পরিচিতি
প্রীতি আলি ১৯৮৬ সালের ২৪ মার্চ জন্মগ্রহণ করেন। বৈচিত্র্যময় রং ও টেক্সচারে তিনি নিজের আবেগ-অনুভূতির প্রকাশ করতে ভালোবাসেন। তার কাজে পাওয়া যায় ব্যতিক্রমী কৌশল ও বিমূর্ততার ছোঁয়া। বর্তমানে প্রীতি আলি ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের চিত্রকলার শিক্ষক হিসেবে কাজ করছেন।

প্রদর্শনীর ঠিকানা- ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, বাড়ি নং- ৩৫, রোড নং- ২৪, গুলশান- ১, ঢাকা।

 

/এনএ/