সরিষা ফুল দেখতে যাবেন?

দিগন্ত বিস্তৃত হলুদের রাজ্যকে পেছনে রেখে ঝলমলে সুন্দর একটা ছবি তোলার ইচ্ছে কার না হয়? এ কারণেই বিকেলের মিষ্টি রোদে সরিষা ক্ষেতগুলোতে অনেকের আনাগোনা দেখা যাচ্ছে এখন। 

দেশের প্রতিটি কোণেই এমন চোখ জুড়ানো হলুদ এখন। ছবি- লেখক

প্রকৃতিজুড়ে এখম শীতের হাওয়া। হেমন্তের ফসল আমন ধান ঘরে ওঠার সঙ্গে সঙ্গে ক্ষেতে সরিষা বোনা শুরু হয়। সরিষার সবুজ গাছের হলুদ ফুল এখন শীতের সোনাঝরা রোদে ঝিকমিকিয়ে উঠছে। দেশের প্রতিটি কোণেই এমন চোখ জুড়ানো হলুদ এখন। দিগন্ত বিস্তৃত হলুদের মেলা প্রকৃতিকে সাজিয়েছে অপরূপ সাজে। 

শীতের রিক্ততায় রঙ ও প্রাণের স্পন্দন নিয়ে আসে সরিষা ফুল। ছবি- লেখক

শীতের রিক্ততায় রঙ ও প্রাণের স্পন্দন নিয়ে আসে সরিষা ফুল। হলুদ সরিষা ফুলে সেজে উঠেছে প্রকৃতি। নাগরিক জীবনে হাঁপিয়ে উঠলে একটু সময় করে হলুদের রাজ্য থেকে ঘুরে আসতে পারেন। সরিষা ফুলের হলদে সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। ঢাকার আশেপাশেই পেয়ে যাবেন চমৎকার সব সরিষা ক্ষেত।

দিগন্ত বিস্তৃত হলুদের মেলা প্রকৃতিকে সাজিয়েছে অপরূপ সাজে। ছবি- লেখক

ঢাকা থেকে মাওয়া রোড ধরে শ্রীনগরের কুসুমপুর চলে যেতে পারেন। এখানে রয়েছে বিশাল বিশাল সরিষা ক্ষেত। অথবা কেরানীগঞ্জ হয়ে দোহার নবাবগঞ্জের দিকেও ঢুঁ মারতে পারেন। নরসিংদী বা আমিনবাজার পার হয়ে মানিকগঞ্জেও এখন সরিষা ফুলের মুগ্ধতা। সাভারের হেমায়েতপুর পার হয়ে সিংগাইরে গিয়েও দেখা গেল মাঠের পর মাঠ সরিষা ক্ষেত। 

সবসময় জমির আইল ধরে হাঁটবেন। ছবি- লেখক

জেনে নিন

  1. সরিষা ক্ষেত দেখতে গেলে সবসময় জমির আইল ধরে হাঁটবেন। ফুল মাড়িয়ে নষ্ট করবেন না। 
  2. একসঙ্গে অনেক মানুষ না গেলেও ভালো করবেন। এতে অরিতিক্ত হইচই হয় যা স্থানীয় বা মাঠে যারা কাজ করেন তাদের জন্য বিরক্তির কারণ হতে পারে।  
  3. অপচনশীল বা প্লাস্টিকের কিছু ফেলে পরিবেশ নষ্ট করবেন না।