নানা বয়সী মানুষের পদচারণায় মুখর ফ্যাশন উইকের আয়োজন চলছে তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে।
আর্কা ফ্যাশন উইকের ‘মার্কেটপ্লেস’ নতুন কারিগর ও দেশি ব্র্যান্ডগুলোর কাজ তুলে ধরেছে। এবারের মার্কেটপ্লেসে স্থান পেয়েছে প্রায় ৫০টি স্টল। এখানে বিভিন্ন ধরনের পণ্যের পসরা সাজিয়েছে লিলিথ, ঢেউ, স্ট্রাইড, শৈলী, বাসা, লিভিং ব্লু, ঢাকা ভিনটেজ, আমিরা, তাশা, প্লাস ইট আপ, বেণীবুনন, প্রতিভা, আফসানা ফেরদৌসী, ট্রাইবাল ক্রাফটস, শিশু পরিবহন, ডেইজি ডেইজ, ফোকলোর, ইন্দুবালা, অঙ্কন, ছাপ, মালবেরী, ফোমো ইত্যাদি ব্র্যান্ড।
এবার চারটি থিমে ভাগ করা হয়েছে চার দিনের আর্কা ফ্যাশন উইক। প্রথম দিনের থিম ‘ডেনিম’। দ্বিতীয় দিনের থিম ‘মডার্ন কনটেম্পোরারি’। তৃতীয় দিনে থিম ‘ফিউশন’ ও চতুর্থ দিনের থিম ‘সাসটেইনেবিলিটি।’ দেশের বিভিন্ন ডিজাইনারদের নকশা করা পোশাক নিয়ে ফ্যাশন শো আয়োজনের অন্যতম আকর্ষণ।
ডিজাইন ল্যাবে রয়েছে কার্টুন পিপলের স্টলে আছে ক্যারিকেচার আঁকানো ও ফেসপেইন্টের সুযোগ। এছাড়া টি-শার্ট, হ্যাট, টোট ব্যাগ অথবা স্কার্ফ কিনে পছন্দমতো ডিজাইনের হ্যান্ডপেইন্ট, স্ক্রিনপেইন্ট, স্টিকার ও এমব্রয়ডারি করিয়ে নিতে পারবেন ডিজাইন ল্যাব থেকে। স্থায়ী ট্যাটু করার ব্যবস্থাও আছে এবারের ডিজাইন ল্যাবে।
ফুডজোনে রয়েছে দেশি-বিদেশি নানা খাবারের পসরা। ১৬ জানুয়ারি শুরু হওয়া অনুষ্ঠানটির শেষ দিন আজকেই।