ত্বকে হলুদ ব্যবহার করলেও ছোপ থাকবে না, টিপস জেনে নিন

ত্বকের যত্নে কাঁচা হলুদের ব্যবহার চলে আসছে সেই প্রাচীনকাল থেকেই। ত্বকে উজ্জ্বলতা নিয়ে আসতে জুড়ি নেই উপাদানটির। এছাড়া ত্বকের দাগ, র‌্যাশ, কিংবা অ্যালার্জিজনিত সমস্যা সমাধানেও অনেকে ব্যবহার করেন হলুদ। কাঁচা হলুদ বাটা ঝামেলা বলে অনেকে গুঁড়াও ব্যবহার করেন। তবে হলুদের ফেস প্যাক ব্যবহারের পর একটি বিড়ম্বনাতেও পড়তে হয়। সেটা হচ্ছে ত্বকে হলুদের ছোপ দাগ পড়ে যাওয়া। হলদে হয়ে যাওয়া ত্বক থেকে রেহাই পেতে চাইলে ফেস প্যাকে কয়েকটি উপকরণ মিশিয়ে নিন। 

 

  • কাঁচা বা গুঁড়া হলুদের সঙ্গে অনেকেই বেসন, টক দই মিশিয়ে নেন। এই মিশ্রণে যদি সামান্য নারকেল তেল বা অলিভ অয়েল মিশিয়ে নিতে পারেন, তাহলে মুখ ধোয়ার সঙ্গে সঙ্গেই হলুদের ছোপ সহজেই উঠে যাবে।
  • ত্বক স্পর্শকাতর না হলে হলুদের প্যাকে এক চিমটি বেকিং সোডা এবং লেবুর রস মিশিয়ে নিন। হলুদের ছোপ তুলতে আর সমস্যা হবে না। 
  • হলুদের প্যাকে ময়েশ্চারাইজার মিশিয়ে নিলেও হলদেটে ছোপ পড়বে না ত্বকে। হলুদ, বেসন, টক দইয়ের মিশ্রণে যে কোনও ময়েশ্চারাইজার মিশিয়ে নিন সামান্য পরিমাণে।