কালার কসমেটিকস ব্র্যান্ড ম্যাক্স বিউ বাজারে নিয়ে এসেছে নতুন ১০টি লিপস্টিক শেড। শুরুতেই ৫টি শেড ভোক্তাদের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ায় নতুন ১০টি শেড নিয়ে এসেছে ব্র্যান্ডটি।
ম্যাক্স বিউ সিল্ক ফিনিশ লিপস্টিক লং লাস্টিং স্মুথ টেক্সচার ও ময়েশ্চারাইজিং প্রপার্টিজে দিনভর নিশ্চয়তা দেবে ঠোঁটের গ্ল্যামারের। এর স্মুথ টেক্সচার প্রথম অ্যাপ্লিকেশনেই মসৃণভাবে ঠোঁটে বসে যায় আর সারাদিন থাকে কমফোর্টেবল।
ময়েশ্চারাইজিং প্রোপার্টি আর্দ্রতা বজায় রেখে ঠোঁটকে শুকিয়ে যেতে দেয় না। যার ফলে দিনভর লিপস্টিক যেমন থাকে নিখুঁত, তেমনি ঠোঁটও থাকে কোমল। আর এর বিল্ডেবল ফর্মুলা অ্যাপ্লিকেশন অনুযায়ী লিপস্টিকের রঙে এনে দেয় ভিন্ন মাত্রা, যাতে করে ইচ্ছে মতো হালকা বা গাঢ় রঙের মেকআপ করা যায় খুব সহজেই।
রিমার্ক এইচবি লিমিটেডের কালার কসমেটিকসের ক্যাটেগরি হেড, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর হাসান ফারুক বলেন, 'ভোক্তাদের চাহিদার কথা চিন্তা করে এবার আমরা নিয়ে এসেছি তাদের পছন্দের নতুন আরও ১০টি শেড। আমাদের বিশ্বমানের ফ্যাক্টরিতে সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি ম্যাক্স বিউ সিল্ক ফিনিশ লিপস্টিক খুব শীঘ্রই দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ক্রেতাদের মন জয় করে নিবে বলে আমি দৃঢ় বিশ্বাসী।'
১৫টি শেডের এই কালেকশন পাওয়া যাচ্ছে হারল্যান স্টোর আউটলেট, হারল্যান ডট কম ওয়েবসাইট ও স্বনামধন্য সুপারস্টোরগুলোতে। মভ, ম্যাজেন্টা ও চকলেট ব্রাউনের মত জনপ্রিয় সব শেডের পাশাপাশি রয়েছে ব্রিক রেড, ল্যাভেন্ডার ও বেরির মত ইউনিক শেড। তাই জমকালো পার্টি, অফিসের
ফর্মাল লুক অথবা ক্যাজুয়াল কোনও আড্ডার আসর- অকেশন যাই হোক না কেন ম্যাক্স বিউ সিল্ক ফিনিশ লিপস্টিকের শেড থেকে সহজেই বেছে নেওয়া যাবে মানানসই শেডটি।