ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং ধানমন্ডিতে তাদের নতুন ফ্ল্যাগশিপ আউটলেটের উদ্বোধন করেছে। ৬০ হাজার বর্গফুট জায়গা জুড়ে ৮ তলা বিশিষ্ট এই স্টোরটি বাংলাদেশের স্থাপত্যশৈলী এবং কারুশিল্পের এক অনন্য নিদর্শন। বিল্ডিংয়ের বিশেষ ডিজাইন ও শিল্পসমৃদ্ধ ইন্টেরিয়র, কারুশিল্পও, ঐতিহ্য, ও সংস্কৃতির প্রতি আড়ং-এর সম্পৃক্ততার পরিচয় বহন করে।
গ্রাহকরা প্রতিটি তলায় পাবেন অসাধারণ কিছু শিল্পকর্ম, যেমন ৪ তলা উচ্চতা বিশিষ্ট নকশিকাঁথা স্টোরের কেন্দ্রে অবস্থিত এই চমৎকার শিল্পকর্মটি বাংলাদেশের ঐতিহ্যবাহী সূচিকর্মের মাধ্যমে আড়ং-এর গল্প তুলে ধরে। রয়েছে মৃৎশিল্পের দেয়াল যা মাটির তৈরি শিল্পকর্মের এক অনন্য সংগ্রহ। এটি ঐতিহ্যবাহী মৃৎশিল্পের সঙ্গে আধুনিক নকশার সমন্বয় ঘটিয়েছে।
এই আউটলেটের প্রতিটি কোণা সুন্দরভাবে সাজানো হয়েছে, যেখানে থাকবে হাতে তৈরি বিভিন্ন টেক্সটাইল ও নান্দনিক হস্তশিল্পের অনন্য সংগ্রহ।শিশুদের জন্য থাকছে একটি বন থিমের প্লেগ্রাউন্ড। এই স্টোরের ৭ম তলায় রয়েছে অরেঞ্জ প্যারট রেস্টুরেন্ট, যেখানে পরিবেশন করা হবে বাংলাদেশি ফিউশন খাবার।
'এই নতুন ফ্ল্যাগশিপ স্টোরটি বাংলাদেশের কারুশিল্প ও ঐতিহ্যকে বিশ্বদরবারে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ'- বলেন ব্র্যাক এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর তামারা আবেদ। তিনি আরও বলেন, 'আমাদের প্রতিটি পণ্য একেকটি গল্প বলে, যা গ্রাহক ও কারুশিল্পীদের মাঝে মেলবন্ধন স্বরূপ।'