এই ৬ টিপস মানলে গরম হবে না ছাদে থাকা পানির ট্যাংক

তীব্র গরমে বাইরে থেকে ঘেমে এসে হাত মুখ ধোয়ার জন্য কল ছেড়েই দেখলেন অনবরত আসছে গরম পানি। ছাদে দীর্ঘসময় ট্যাংক রোদে থাকার কারণে এমনটি হয়। কিছু টিপস মেনে এই গরম হওয়া রোধ করতে পারেন ট্যাংকের।

  1. ভেতরে তাপ জমা হওয়া এড়াতে সঠিক বাতাস চলাচল অপরিহার্য। ট্যাংকে এমন ঢাকনা ব্যবহার করুন যা তাপকে বেরিয়ে যেতে দেয়।
  2. একটি বড় ও ভালো মানের প্লাস্টিকের কভার দিয়ে ঢেকে রাখুন ট্যাংক। 
  3. ট্যাংকটি ছায়াযুক্ত স্থানে রাখুন। যেমন ছাউনি বা ছাদের আচ্ছাদনের নিচে রাখলে সরাসরি রোদের সংস্পর্শে আসবে না ট্যাংক।এতে পানি ঠান্ডা থাকবে।
  4. বেশিরভাগ বাড়িতেই কালো রঙের ট্যাংক দেখা যায়। কালো রঙ তাপ শোষণ করে বেশি। সাদা বা হালকা রঙের ট্যাংক ব্যবহার করলে সূর্যের আলো প্রতিফলিত হয়, যা তাপমাত্রা কম রাখতে সাহায্য করে। 
  5. ট্যাংক ঢাকতে পাটের বস্তা ব্যবহার করতে পারেন। পাটের ব্যাগ ভিজিয়ে ট্যাংক ঢেকে দিন। পাট তাপ শোষণ করতে দেয় না। তাই পানি থাকবে স্বাভাবিক ও ঠান্ডা।
  6. চারপাশে গাছপালা এবং ঝোপ ধরনের কিছু থাকলে ট্যাংকের পানি অতিরিক্ত গরম হবে না।