শান্তিবাড়িতে জামদানি প্রদর্শনী

নারীর জন্য প্রতিষ্ঠান শান্তিবাড়ি আয়োজন করেছে ঐতিহ্যবাহী জামদানি শিল্প ও নারী উদ্যোক্তাদের বিশেষ প্রদর্শনী 'সেলিব্রেটিং জামদানি- অ্যা টেক্সটাইল হেরিটেজ এক্সিবিশন।' এ আয়োজনে জামদানি শাড়ি, ডিজাইনার পোশাক, হাতে তৈরি গয়না, ঘর সাজানোর সামগ্রী এবং পরিবেশবান্ধব রিসাইকেল্ড ও আপসাইকেল্ড পণ্য প্রদর্শিত হবে। জামদানি পণ্য নিয়ে এই আয়োজনে অংশ নেবেন তিন নারী উদ্যোক্তা ফারহানা মুনমুন, ড. জিনিয়া রহমান ও ড. আফরিন আহমেদ। তাদের উদ্যোগগুলোর নাম হচ্ছে বেনে বৌ, পালং খ্যিয়ং ও বুনিয়া বাই অন ক্লাউড নাইন অ্যান্ড হাফ। 

আগামীকাল ৪ জুলাই (শুক্রবার) প্রদর্শনীটি চলবে শান্তিবাড়ির কার্যালয়ে (৩/১, ব্লক- এফ, ফ্ল্যাট ৫এ, লালমাটিয়া)। বেলা ১১টায় মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান উদ্বোধন করবেন ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ড. সুসান ভেইজ এবং হেড অব কালচার কিজি তাহনিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা এবং অভিনয়শিল্পী ও মডেল তানজিকা আমিন।

থাকবে গানের আসর। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে প্রদর্শনী।