সাবান ছাড়াই ত্বক পরিষ্কার!

সাবান ছাড়াই ত্বক পরিস্কার!

ত্বক পরিস্কার করার জন্য সাবান অথবা ফেসওয়াশ ব্যবহার করি আমরা। তবে এগুলোতে রয়েছে ক্ষতিকারক কেমিক্যাল। অনেকের আবার সাবানের ক্ষারে ত্বকে অ্যালার্জি দেখা দেয়। এসব সমস্যার সমাধানে প্রাকৃতিক উপাদানের সাহায্যেই পরিস্কার করতে পারেন ত্বক। জেনে নিন সাবান ছাড়া কীভাবে ত্বক পরিস্কার করবেন-   

দুধ
ত্বকের মরা চামড়া দূর করে দুধ। কাঁচা দুধ ব্যবহার করুন ক্লিনজার হিসেবে। এটি ত্বক পরিস্কার করার পাশাপাশি ত্বকে নিয়ে আসবে প্রাকৃতিক উজ্জ্বলতা।  

চিনি
চিনির সঙ্গে অ্যালোভেরার জেল মিশিয়ে ত্বকে লাগান। ত্বক পরিস্কার হবে।

পেঁপে
পাকা পেঁপে চটকে মধু মেশান। ফেসপ্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। দূর হবে ত্বকের ময়লা।

ওটমিল
ওটমিলের সঙ্গে পানি ও কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মেশান। ক্লিনজার হিসেবে ত্বকে ব্যবহার করুন এটি।

মধু
ত্বকে সরাসরি মধু লাগিয়ে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক পরিস্কার হওয়ার পাশাপাশি নরম ও কোমল হবে ত্বক।

নারিকেল তেল
ত্বকে নারিকেল তেল ম্যাসাজ করুন। এটি ময়েশ্চারাইজার হিসেবে কাজ করবে।

 

/এনএ/