পাউরুটির দুনিয়ায়

পাউরুটি-৪

পাউরুটি এমন একটি খাবার, যা থেকে অনেক ধরনের খাবার তৈরি করা যায়। আমাদের দেশে। চৌকোনা আকৃতির পাউরুটি সহজলভ্য অন্যান্য সব রুটিকে আমরা নানাভাবে ডাকি। গোলাকৃতির রুটিকে আমরা বলি বনরুটি। রুটির ভেতরে ক্রিম পুরে দিলেই হয়ে যায় বাটারবন। ওপরে রসুন আর চিজ দিয়ে বেক করলেই হয়ে যায় গার্লিক ব্রেড। তবে সকালের নাস্তায় আমরা চৌকো আকারের সেই পাউরুটি খেতেই অভ্যস্ত। তবে দেশ ভেদে এই পাউরুটির ভিন্নতা আছে। আমরা যে পাউরুটি খেয়ে অভ্যস্ত সেটি বিশ্বজুড়ে স্যান্ডুইচ ব্রেড বলেই পরিচিত। কোনও কোনও দেশে পাউরুটি লম্বা হয়ে থাকে। আবার কোনও দেশে ডিম্বাকৃতি। আজকে নানা ধরনের পাউরুটির ছবি দেখে নিন...

পাউরুটি-১০

পাউরুটি-৫

পাউরুটি-৩

পাউরুটি-২

পাউরুটি-১

পাউরুটি-৭ পাউরুটি-৯


 /এফএএন/