আল্পনার ছোঁয়ায় রঙিন ধানমণ্ডি

বৈশাখ মানেই রঙের ছোঁয়া। আর তাই শিল্পীদের তুলি দিয়ে রাঙানো হয় চারপাশ পহেলা বৈশাখের উৎসবে। সেই লক্ষ্যে বার্জার পেইন্টস বাংলাদেশের সৌজন্যে হয়ে গেল ‘রবিয়াল্যাক তোমার রঙে রাঙ্গাও ক্যাম্পাস প্রতিযোগিতা -২০১৬’।এই প্রতিযোগিতায় ঢাকার প্রায় ১৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে তাদের ক্যাম্পাসের আশপাশের এলাকা আল্পনা দিয়ে রাঙিয়ে তুলতে। ধানমন্ডিতে অবস্থিত ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ(ইউল্যাব) এর আর্ট ক্লাবের উদ্যোগে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে ইউল্যাবের শিক্ষার্থীরা।  ধানমণ্ডির ৪/এ তে এই আল্পনা আঁকার কাজ শুরু হয়েছে মঙ্গলবার রাত ১২টা থেকে। শেষ হয় ভোর ৬টায়। তারই কিছু ছবি প্রকাশিত হচ্ছে। 

ইউল্যাব-১

ইউল্যাব-২

ইউল্যাব-৩

ইউল্যাব-৪

ইউল্যাব-৫

ইউল্যাব-৬

ইউল্যাব-৭

ছবি কৃতজ্ঞতা: আহসান আরিফ 

/এফএএন/