ওভেনের অন্য ব্যবহার

ওভেন

মাইক্রোওয়েভ এখন বিভিন্ন উপায়ে ব্যবহার করা সম্ভব।  শুধু  খাবার গরম করা নয় করা যায় অনেক কিছু্। আসুন জেনে নেই ওভেনের ভিন্ন ব্যবহার।

ডেনাট

কয়েকদিন আগের ডোনাট ওভেন ‍এ ৩০ সেকেন্ড বেক করুন দেখবেন একদম ফ্রেশ হয়ে গেছে।

ধনেপাতা গুঁড়ো

তাজা ধনেপাতাকে পারিষ্কার করে টিস্যুর ওপর বিছিয়ে ওভেনে ৩০ সেকেন্ড বেক করুন দেখবেন পাতাগুলো শুকিয়ে গেছে। আর সহজেই হাত দিয়ে গুঁড়ো করে নিন।

কান্না ছাড়াই পেঁয়াজ কাটুন

পেঁয়াজের দুই মাথা কেটে চামড়া ফেলে দিয়ে ওভেনে ৩০ সেকেন্ড বেক করুন। দেখবেন পেঁয়াজ কাটার সময় আর চোখ দিয়ে পানি পড়ছে না।

কন্টেইনার টেস্ট করুন

কন্টেইনারটি ওভেন প্রুফ কিনা সেটা পরীক্ষা করতে পাত্রটিতে পানি দিয়ে ১ মিনিট ওভেনে বেক করুন। যদি শুধু পানি গরম হয় তাহলে ঠিক আছে আর যদি পাত্রটি গরম হয়ে যায় তাহলে সেটা ওভেনে ব্যবহার করা যাবেনা।

লেবু দিয়ে ওভেন পরিষ্কার

একটি পাত্রে সামান্য পানি দিয়ে তাতে লেবুর রস ও লেবুর চামড়াসহ পাত্রটি ওভেনে ৫ মিনিট বেক করুন। এরপর একটি পরিষ্কার কাপড় দিয়ে আরাম করে মুছে ফেলুন। দেখবেন চকচক করছে।

রসুনের খোসা ছাড়ান সহজেই

রসুনকে ২০ সেকেন্ড ওভেনে বেক করুন। এরপর খোসা ছাড়ান সহজেই।

/এফএএন/