কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে...

গনগনে রোদ্দুর। অলস দুপুরে ঝিমিয়ে পড়া জনজীবন। এমন সময় মুখটা তুলে উপরের দিকে একটু তাকান তো! নিমিষেই এ তপ্ত দুপুরটাও ভালো লাগতে শুরু করেছে, তাই না? কারণ প্রকৃতির মধ্যে লাগা আগুন যে ছড়িয়ে পড়েছে কৃষ্ণচূড়া গাছজুড়ে! আকাশচুম্বী প্রাসাদের ফাঁকে মাথা তুলে দাঁড়িয়ে আছে প্রাণ-প্রাচুর্যে ভরা অপূর্ব কৃষ্ণচূড়া গাছ। এত উজ্জ্বল আর প্রাণবন্ত ফুল ইট-কাঠের এ নগরীতে দ্বিতীয়টি খুঁজে পাওয়া দায়। পাতাহীন গাছে থরে থরে সাজানো রক্তিম ফুলগুলো যেন অদ্ভুত ভালো লাগার এক আবেশ ছড়িয়ে দিয়ে যায় মনে।

কৃষ্ণচূড়া গাছের আরেক নাম গুলমোহর। আমাদের দেশে সহজপ্রাপ্য এ গাছটির আদিনিবাস মাদাগাস্কারে। কৃষ্ণচূড়ার সবুজ কচি ফলগুলো সবুজ পাতার ভিড়ে লুকিয়ে থাকে। শীতে গাছের পাতা খসে পড়লে দেখা যায় গাঢ় ধূসর রঙের পাকা ফল। বসন্তকাল থেকে নিঃশব্দে ঝরে যাওয়া বিবর্ণ ফলগুলোর জায়গা একটু করে দখল করে নিতে থাকে রক্তিম ফুল। গ্রীষ্মে মনে হয় হঠাৎই যেন আগুন লেগে গেছে গাছজুড়ে!

চলতি পথে মুখ বাড়িয়েই উপভোগ করতে পারেন শহরের পথে কৃষ্ণচূড়ার মায়াবী রূপ। সম্ভব হলে একটু সময় বের করে চলে যান চন্দ্রিমা উদ্যানের রাস্তায়। দুপাশের কৃষ্ণচূড়া লাল কার্পেট বিছিয়ে রেখেছে আপনাকে স্বাগত জানানোর জন্যই! রমনা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাও সেজে উঠেছে লালের দাপটে।
ফটো ফিচারে দেখুন নগরের কৃষ্ণচূড়া... 

কৃষ্ণচূড়া

কৃষ্ণচূড়া

কৃষ্ণচূড়া

কৃষ্ণচূড়া

কৃষ্ণচূড়া

কৃষ্ণচূড়া

কৃষ্ণচূড়া

কৃষ্ণচূড়া

কৃষ্ণচূড়া

 

/এনএ/