রঙিন উৎসব ফুল বিজু

চাকমাদের বর্ষবরণ উৎসব বিজু। তিন ভাগে বিজু উৎসব পালন করা হয়। ফুল বিজু, মূল বিজু এবং গজ্যাপজ্যা বিজু। ফুল বিজুর দিন গভীর অরণ্য থেকে ফুল সংগ্রহ করে ঘরবাড়ি সাজানো হয়। বৌদ্ধ বিহারে বুদ্ধের উদ্দেশ্যে ফুল উৎসর্গ করে প্রার্থনা করা হয় এদিন। নদী, খাল বা পুকুরের পাড়ে তৈরি পূজামণ্ডপে ফুল রেখে প্রার্থনা করা হয়। পাশাপাশি প্রিয়জনকে উপহার দেওয়া হয় ফুল। পাহাড়ে ফুল বিজুর মতো রঙিন উৎসব দ্বিতীয়টি খুঁজে পাওয়া দায়। এ বছরের ফুল বিজুর ছবি দেখুন ফটোফিচারে। রাঙামাটি থেকে ছবি তুলেছেন নাহিদ ভুঁইয়া-  

ফুল বিজু ১

ফুল বিজু ২

ফুল বিজু ৩

ফুল বিজু ৪

ফুল বিজু ৫

/এনএ/