ব্যবহৃত টি ব্যাগ ফেলে দিচ্ছেন?

চায়ের কাপ থেকে টি ব্যাগ উঠিয়ে ফেলে দিই আমরা। তবে অপ্রয়োজনীয় মনে করে ফেলে দেওয়া এই টি ব্যাগই কিন্তু রূপচর্চাসহ গৃহস্থালি নানা কাজে সাহায্য করতে পারে আপনাকে। জেনে নিন ব্যবহৃত টি ব্যাগ কী কী কাজে লাগে-

ব্যবহৃত টি ব্যাগ

 

  • টি ব্যাগ গরম পানিতে ডুবিয়ে রাখুন কিছুক্ষণ। পানি ঠাণ্ডা হলে সংরক্ষণ করুন লিকার। শ্যাম্পু করার পর এই লিকার দিয়ে ধুয়ে ফেলুন চুল। চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করবে এটি।
  • ব্যবহৃত টি ব্যাগ থেকে চা পাতা বের করে গাছের গোঁড়ায় দিয়ে দিতে পারেন। চমৎকার সারের কাজ করবে চায়ের পাতা।
  • পোকার কামড় বা চুলকানিতে আক্রান্ত ত্বকে টি ব্যাগ চেপে নিন। দূর হবে ইনফেকশন।
  • ব্যবহৃত টি ব্যাগ রোদে শুকিয়ে নিন। শুকনা চায়ের পাতায় সুগন্ধি তেল দিন। বাথরুমে রেখে দিন টি ব্যাগ। এয়ার ফ্রেশনারের কাজ করবে এটি।
  • কুসুম গরম পানিতে টি ব্যাগ দিয়ে পা ভিজিয়ে রাখুন। পায়ের দুর্গন্ধ দূর হবে।
  • ব্যবহৃত টি ব্যাগ ফেলে না দিয়ে ফ্রিজে রেখে দিন। বাইরে থেকে এসে টি ব্যাগ চোখের উপর দিয়ে রাখুন কিছুক্ষণ। গরমের ক্লান্তি দূর হবে।
  • রোদে পোড়া ত্বকের যত্নেও চায়ের পাতা অতুলনীয়। টি ব্যাগ ঠাণ্ডা করে ত্বকে চেপে নিন। দূর হবে রোদে পোড়া দাগ।
  • টি ব্যাগ পানিতে ডুবিয়ে রাখুন কিছুক্ষণ। হালকা লিকার হলে সুতি কাপড় ভিজিয়ে কাঠের আসবাব পরিস্কার করুন। শুকনা কাপড় দিয়ে মুছে ফেলুন আসবাব।
  • আয়নায় দাগ পড়ে গেলে ব্যবহৃত টি ব্যাগ ঘষে নিন বারকয়েক। উঠে যাবে দাগ।  
  • ফ্রিজের দুর্গন্ধ দূর করতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে টি ব্যাগ ফ্রিজে রেখে দিন।

 

/এনএ/