ত্বকের যত্নে হলুদ

ত্বকের যত্নে হলুদ

বিভিন্ন রোগবালাই থেকে ত্বককে প্রাকৃতিকভাবে সুরক্ষা দিতে পারে হলুদ। ত্বকে ইনফেকশন থাকলে অ্যান্টিসেপটিক হিসেবেও কাজ করে এটি। পাশাপাশি রূপচর্চায় এর ব্যবহারের কথা তো কমবেশি সবারই জানা। হলুদের গুঁড়ার সঙ্গে দই মিশিয়ে সংবেদনশীল ত্বকে লাগাতে পারেন। গোলাপজল ও দুধের সঙ্গে মিশিয়েও ত্বকে লাগাতে পারেন হলুদ। ত্বক থাকবে কোমল ও উজ্জ্বল। এছাড়া ব্রণ, অ্যালার্জি, কালো দাগ ইত্যাদি বিভিন্ন সমস্যার সমাধানেও হলুদ অত্যন্ত কার্যকর।

জেনে নিন ত্বকের সুরক্ষায় হলুদের চমৎকার একটি ফেসপ্যাক সম্পর্কে-      

যা যা লাগবে
বেসন- ২ টেবিল চামচ

হলুদ গুঁড়া- ১ টেবিল চামচ
আমন্ড তেল- ১ চা চামচ
দুধ- ১ টেবিল চামচ



ফেসপ্যাক যেভাবে তৈরি করবেন
একটি পাত্রে হলুদ গুঁড়া নিন। বেসন ও আমন্ড তেল মেশান। মিশ্রণে দুধ দিয়ে পেস্ট তৈরি করুন। পেস্টটি যেন খুব ঘন না হয়, আবার খুব পাতলাও না হয়।



যেভাবে ব্যবহার করবেন
ফেসপ্যাকটি ধীরে ধীরে পুরো মুখে লাগান। ২০ মিনিট অপেক্ষা করুন। পুরোপুরি শুকিয়ে গেলে হাতের তালুতে পানি নিয়ে মুখে ছিটান। কিছুক্ষণ ভেজা হাত দিয়ে ম্যাসাজ করুন ত্বক। ফেসপ্যাক দিয়ে ধুয়ে ফেলুন মুখ। সপ্তাহে দুইদিন ফেসপ্যাকটি ব্যবহার করুন।

/এনএ/