ঘরেই বানান কোরিয়ান স্ক্রাব

অনলাইনে নামিদামি ব্র্যান্ডের বিউটি প্রোডাক্ট দেখে হা-পিত্যেশ করছেন যারা, তারা এবার নিজেরাই বানিয়ে ফেলতে পারেন কোরিয়ান ফেইস স্ক্রাব। ঘরের টুকিটাকি জিনিসপত্র দিয়েই যা তৈরি করা সম্ভব।

 

যা যা লাগবে

  • এক চা চামচ ব্রাউন সুগার
  • এক চা চামচ পছন্দের এসেনসিয়াল অয়েল
  • এক চা চামচ কফির গুড়ো
  • আধা চা চামচ সৈন্ধব হিমালয়ান লবণ (পিংক সল্ট)
  • এক চা চামচ চালের গুড়ো

 

সবগুলো উপকরণ মেশালেই তৈরি হয়ে যাবে স্ক্রাব। প্রথম কিছুদিন নিয়মিত ব্যবহার করলেই পরিবর্তনটা টের পাবেন। এর মধ্যে এসেনসিয়াল অয়েল ও সৈন্ধব লবণের জন্য বাজারে যেতে হতে পারে। তবে দুটোই বাজারে পাওয়া যায়।