কী আছে ইয়ামির রূপ-রহস্যের ডালায়?

হৃদয়ের রানী ছিলেন আগেই, কদিন আগে বিয়ের পোশাকে চোখ ধাঁধানো সব ছবি দেখে দ্বিতীয়বার মর্মর ধ্বণি শোনা গেলো ভক্তদের হৃদয়ে। সোজা ইংরেজিতে যাকে বলে ‘ক্রাশ খাওয়া’। নেপথ্যে জাদুর কাঠি নাড়িয়েছে ইয়ামি গৌতমের প্রাকৃতিক সৌন্দর্য। এই ফাঁকে টাইমস অব ইন্ডিয়া কীভাবে যেন খুলে ফেললো ইয়ামির রূপচর্চার সিন্দুকটা।

 

ডাবের পানি

ফেসিয়াল করার সময় কখনই সাধারণ পানি ব্যবহার করেন না ইয়ামি গৌতম। ব্যবহার করেন ডাবের পানি। কারণ প্রাকৃতিক টোনারের কাজ করে ওটা।

 

চালের গুড়োর প্যাক

চালের গুড়োর সঙ্গে দুধ কিংবা টকদই মিশিয়ে প্যাক হিসেবে ব্যবহার করেন মুখে।

yumi gautam beauty secret

মধু প্যাক

মধুর সঙ্গে গোলাপজল, গ্লিসারিন ও লেবুর রস মিশিয়ে তৈরি করে বিশেষ প্যাক। ওটা দিয়ে পরিষ্কার করেন ত্বক।

 

ভ্রুর জন্য

লম্বা ভ্রুর জন্য নিয়মিত ব্যবহার করেন ক্যাস্টর অয়েল, ভিটামিন ই সমৃদ্ধ তেল ও অ্যালোভেরা।

lip

ঘি

শুনলে বিশ্বাস না হতেই পারে। ঠোঁটে কোনও লিপ বাম ব্যবহার করেন না ইয়ামি গৌতম। তিনি ঠোঁটে লাগান বিশুদ্ধ ঘি!

 

চুলের জন্য

ঝকমকে চুলে ব্যবহার করেন ডিমের সাদা অংশ ও অলিভ অয়েল মিশিয়ে তৈরি করা মাস্ক।