নিজেই বানান মেকআপের টুকিটাকি

হুট করেই দেখলেন শেষ হয়ে গেছে মেকআপ বক্সটা। করোনার কারণে বাইরে গিয়েও সাজার উপায় নেই। এদিকে হঠাৎ করে পড়ে গেলো কোনও ওয়েবিনার বা সাক্ষাৎকার। বসতে হবে জুমে। এখন উপায়? চাইলে হাতের কাছে থাকা কিছু টুকিটাকি দিয়েই সারতে পারেন হালকা সাজ।

অ্যালো প্রাইমার
অ্যালোভেরা জেল প্রাকৃতিকভাবেই প্রাইমারের কাজ করে। ত্বকের সূক্ষ্ম রেখাগুলো ঢেকে ত্বককে উজ্জ্বল দেখাবে এটি। ৪ টেবিল-চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ২ টেবিল চামচ গোলাপজল মিশিয়ে একটি পাত্রে সংরক্ষণ করুন। এটিকে প্রাইমার হিসেবে লাগাতে পারবেন।

মুলতানি ফাউন্ডেশন
মুলতানি মাটি ত্বককে গভীর থেকে পরিষ্কার করে। ত্বকের তেলও কমায়। অন্যদিকে কফি ত্বকের দাগ দূর করতে সাহায্য করে। দুই টেবিল চামচ মুলতানি মাটি এবং কফি পাউডারের সঙ্গে এক চামচ হলুদ মিশিয়ে তার মধ্যে চার টেবিল চামচ গোলাপজল মেশান। কাচের পাত্রে সংরক্ষণ করুন। এক মাসেরও বেশি ব্যবহার করতে পারবেন এই ফাউন্ডেশন।

চকোলেট লিপবাম
২ টেবিল চামচ পেট্রোলিয়াম জেলির সঙ্গে ২ টুকরো ডার্ক চকোলেট ভালোভাবে মিশিয়ে নিন। এরপর পছন্দের রঙের লিপস্টিক মিশিয়ে দিন। একটি ছোট পাত্রে রেখে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। ব্যবহার করতে পারবেন অনেক বার।

গোলাপ ব্রাশ
গোলাপের পাতা শুকিয়ে গুড়ো করে নিন। এরপর এর সঙ্গে এক চামচ অ্যারারুট মেশান। হয়ে গেলো গোলাপ ব্রাশ। গোলাপে বিভিন্ন ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা দাগ দূর করে ত্বককে মসৃণ ও উজ্জ্বল করে।