২০ জুন বাবা দিবস

বাবার জন্য কী কেনা যায়?

বাবা দিবসের কথা হয়তো বাবাদের খেয়ালই নেই। আর তাই একটা উপহার দিয়ে কিভাবে বাবাকে চমকে দেওয়া যায় সেটা জানা যাক এবার-

 

beard trimmer for father

দরকারি উপহার হতে পারে একটি বিয়ার্ড ট্রিমার। মহামারিতে অনেকেই সেলুনে যেতে চায় না বা যাওয়াটাও উচিৎ হবে না। আর তাই বাবাকে একটি দাড়ি ট্রিমার উপহার দিতে পারেন এবার।

 

father smart watch

বাজারে এখন বেশ কিছু ফিটনেস স্মার্ট রিস্ট ব্যান্ড পাওয়া যায়। সেগুলো হৃদস্পন্দন মাপা সহ বিভিন্ন এক্সারসাইজে সহায়ক। এক্ষেত্রে স্মার্টওয়াচও কাজে আসতে পারে। 

 

lamp

বাবার ঘরের জন্য একটা বেডসাইড ল্যাম্প হলে কেমন হয়? আর সেই ল্যাম্পের আলোয় পড়ার জন্য কিছু বইও থাকতে পারে উপহারের বাকশে।

 

portable fan

এই গরমে বাবাকে একটি পোর্টেবল ফ্যানও উপহার দিতে পারেন। বাজারে এমন কিছু ফ্যান পাওয়া যায় যেগুলো রিচার্জেবল ব্যাটারিতে চলে ও একনাগাড়ে ১০ ঘণ্টাও চলে।

 

Best-Mens-Classic-Colognes-Fragrances

বাবা যদি পারফিউম পছন্দ করেন, তবে ভালো ব্র্যান্ডের একটি পারফিউমও দিতে পারেন।

 

গিফট কার্ডে যা লিখতে পারেন

যত যাই থাকুক, একটা বর্ণিল গিফট কার্ড তো থাকা চাই। এ ক্ষেত্রে নিজের হাজে বানানো কার্ডও দিতে পারেন। সঙ্গে গোটা অক্ষরে লিখে দিতে পারেন  একটা কিংবা অনেকগুলো বার্তা। কার্ডে কী লিখবেন? হতে পারে এমন সব কথা-

  • বাবা, তুমিই সেরা।
  • বাবা, তুমি আমার সুপারহিরো।
  • আমাকে মাথায় তুলে রাখার জন্য বাবা তোমাকে ধন্যবাদ।
  • তুমি আশেপাশে থাকলেই নিজেকে নিরাপদ মনে হয়।
  • আমার জন্য যেভাবে ঘাম ঝরাচ্ছো, তার জন্য গর্ব করি।
  • শেষ পর্যন্ত তোমার কথাই ঠিক হয়।
  •  বাবা, চেষ্টা করে যাচ্ছি তুমি যেন আমাকে নিয়ে গর্ব করতে পারো।