আইসোলেশনে থাকা রোগীকে খাবার দেবেন কীভাবে?

কোভিডে আক্রান্ত হলেই তাকে আইসোলেশনে রেখে চিকিৎসাসেবার পাশাপাশি দিতে হবে পুষ্টিকর ও সুষম খাবার। কিন্তু সেটা রোগীর হাত পর্যন্ত পৌঁছাবেন কী করে? টাইমস অব জানালো এমনই কিছু টিপস

১। আক্রান্ত রোগীকে পর্যাপ্ত আলো-বাতাসের প্রবাহ রয়েছে এমন ঘরে আলাদা রাখতে হবে। তা না হলে জীবাণু ঘরের অন্য জায়গায় অবাধে চলে যাবে।

২। রোগীকে খাবার দেওয়ার জন্য সম্পূর্ণ আলাদা থালা-বাটি ব্যবহার করতে হবে। সম্ভব হলে ওয়ানটাইম প্লেট-গ্লাস ব্যবহার করতে হবে।

৩। খাবারসহ প্লেট গ্লাস রোগীর আলাদা কক্ষের পাশে স্থাপিত কোন টেবিল, টুল বা কোনও কিছুর ওপর রেখে সরে আসার পর রোগীকে সেটা নিতে হবে। খাবার যিনি দেবেন তার উপস্থিতিতে কিছুতেই রোগী যেন দরজা না খোলে।

৪। খাওয়া শেষে থালা-বাটি রোগীকেই পরিষ্কার করতে বলা ভাল। এক্ষেত্রে আগে থেকেই রোগীর কক্ষে পর্যাপ্ত সাবান পানি ও ডিটারজেন্ট রাখতে হবে।

৫। অন্য কেউ থালাবাটি ধোয়ার ক্ষেত্রে হালকা গরম পানি ও সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। ধোয়ার সময় গ্লাভস ব্যবহার করতে হবে।

 

সূত্র : টাইমস অব ইন্ডিয়া