খেতে হবে খালি পেটে

এমন কিছু খাবার আছে যা সকালে খালি পেটে খেলেই উপকার মিলবে সবচেয়ে বেশি।পাশাপাশি সারাদিন ফুরফুরে মেজাজ টিকিয়ে রাখতেও এসবের জুড়ি নেই। কী কী আছে তালিকায়?

 

রসুন

রসুনকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। শরীরকে ডি-টক্সিফাই করতে ও ইমিউনিটি বাড়াতে কার্যকরী ভূমিকা পালন করে রসুন। এ ছাড়াও যাদের হৃদযন্ত্র ও ফুসফুসে সমস্যা আছে, রক্তচাপ নিয়ন্ত্রণে বেশ ভুগতে হয়, তাদের জন্যও রসুন হলো পরশপাথর। আর এটা খেতে হবে সকালে খালি পেটে। দুই কোয়া কাঁচা রসুন কুচি করে কুসুম গরম পানি দিয়ে গিলে খেয়ে ফেললেই হবে। তবে যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের ডাক্তারের পরামর্শ নিয়েই খাওয়া উচিৎ।

 

আমলকি

আমলকির গুণের কদর আমরা খুব কমই করি।ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ পদার্থের খনি এটি। এই তিনে মিলে শরীরটাকে পাহারা দেয় বেশ কড়া। উপরি হিসেবে পাওয়া যায় আয়রন, ক্যালসিয়াম ও ফসফরাস।রুচি বাড়াতেও আমলকির জুড়ি মেলা ভার গরম পানিতে আমলকি সেদ্ধ করে সেই পানি প্রতিদিন সকালে খালি পেটে পান করলেও অনেক রোগ থেকে মিলবে আগাম জামিন। সকালে খালি পেটে চিবিয়েও খেতে পারেন এটি।

 

মধু

সকালে খালি পেটে মধু খাওয়ার আছে বিস্ময়কর উপকারিতা। যারা মুটিয়ে যাওয়ার সমস্যায় আছেন তারা হালকা গরম পানিতে এক চামচ মধু মিশিয়ে প্রতিদিন সকালে নিয়মিত খেতে পারেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি এটি ত্বকেরও যত্ন নেবে।স্বাদের পরিবর্তন আনতে মধু ও গরম পানির মিশ্রণে মেশাতে পারেন লেবুর রস। আর তাতে এ পানীয় হয়ে উঠবে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া