বাবা দিবসে বিশ্বরঙ-এ মূল্য ছাড়

মা দিবস চালু হওয়ার তিন বছর পর অর্থাৎ ১৯১০ সালেই বাবা দিবসের প্রচলন শুরু। মায়েদের পাশাপাশি বাবারাও যে তাদের সন্তানের প্রতি দায়িত্বশীল, এটা বোঝাতেই প্রতিবছর ২০ জুন পালিত হচ্ছে বাবা দিবস।

তবে আজকাল অনেকেই বলে, মা-বাবার জন্য আবার দিবস লাগে নাকি! দিবস থাকলেই বা ক্ষতি কী! কর্মব্যস্ত এই যুগে বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য না হয় থাকলো একটা দিন।

আর বাদবাকি সব উৎসবের মতো বাবা দিবসে বিশ্বরঙ-এ থাকছে বিশেষ ছাড়। অনলাইন ও যে কোনও শোরুম থেকে পোশাক কিনলেই পাচ্ছেন ২০ শতাংশ ছাড়।

father and daughter

বাবা দিবস উপলক্ষে পাঞ্জাবি, ফতুয়া, শার্ট ইত্যাদিতে তুলে ধরা হয়েছে বিভিন্ন গ্রাফিক্যাল জ্যামিতিক ফর্মের মোটিফ। গরমের কথা মাথায় রেখে ব্যবহার করা হয়েছে আরামদায়ক সুতি, লিলেন, ভয়েল, স্লাব কাপড়। পোশাকে উজ্জল রঙের পাশাপাশি রয়েছে প্রাকৃতিক রঙের ব্যবহার। কাজের মাধ্যম হিসাবে এসেছে টাই-ডাই, ব্লক, বাটিক, অ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিনপ্রিন্ট ইত্যাদি।

www.bishworang.com ওয়েবপেইজ এবং bishworangfanclub ফেইজবুক পেইজের মাধ্যমে অনলাইনে ঘরে বসেই কিনতে পারেন পছন্দের পোশাক।