বিশ্বরঙ-এ দুর্গাপূজার পোশাক

লাইফস্টাইল ডেস্কদুর্গোৎসবের আনন্দকে রাঙিয়ে দিতে দেশের অন্যতম ফ্যাশন ব্রান্ড বিশ্বরঙ-এর আয়োজনে এবারও থাকছে বৈচিত্র্য।  দুর্গাপূজার পোশাক অলঙ্করণের অনুষঙ্গ হিসেবে এসেছে দুর্গা প্রতিমার ‘মুকুট’। এর নান্দনিক রূপের সঙ্গে জ্যামিতিক ফর্মের সমন্বয়ে মন্ত্র, আলপনার মোটিফ উপস্থাপন করা হয়েছে শাড়ি, পাঞ্জাবি, ধুতি, থ্রিপিস, ফতুয়া, শার্ট, ইত্যাদির মলিন সারফেসে।

গত ২৭ সেপ্টেম্বর বিশ্বরঙ-এর যমুনা ফিউচার পার্ক শোরুমে এক জমকালো আয়োজনে ‘দুর্গাপূজা ২০২১’ সংকলনের প্রদর্শনীর উদ্বোধন করা হয়। সকল শোরুমে প্রদর্শনী চলবে দশমী পর্যন্ত।

প্রদর্শনীর উদ্বোধনে বিশেষ অতিথি ছিলেন অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মীম। ছিলেন সংগীত শিল্পী কর্নিয়া, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মডেল মারিয়াসহ মিডিয়া অঙ্গনের শুভানুধ্যায়ীরা।

এ সংকলনে গরমের কথা মাথায় রেখে ব্যবহার করা হয়েছে আরামদায়ক সুতি, লিলেন, ভিসকস, ভয়েল, স্লাব ও শ্যামলে কাপড়। আভিজাত্য তুলে ধরতে থাকছে জয়সিল্ক, ডুপিয়ান, হাফ সিল্ক, জর্জেট, সিফন। কাজের মাধ্যম হিসাবে এসেছে চুনরি, টাই-ডাই, ব্লক, বাটিক, কারচুপি, অ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিনপ্রিন্ট।