সোয়েটারের যত্নআত্তি







Diy-wind-chimes-ideas

 

প্রতিদিনের ব্যবহারে ও সঠিক যত্নের অভাবে নষ্ট হয়ে যেতে পারে শখের সোয়েটারটি। একটু বুঝেশুঝে ব্যবহার করলে দীর্ঘদিন সুরক্ষিত থাকবে সোয়েটার। জেনে নিন সোয়েটারের যত্নআত্তির টিপস-     

  • অনেক সময় সোয়েটার থেকে উল উঠে যায়। টানাটানি না করে ডিসপোজেবল রেজার দিয়ে আলতো করে সরিয়ে ফেলুন উল। সোয়েটার যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখবেন।

  • সোয়েটার কখনও ঝুলিয়ে রাখবেন না। ব্যবহার করার পর ভাঁজ করে আলমারিতে তুলে রাখুন।

  • পরিষ্কার করার আগে সোয়েটারে লেখা নির্দেশনা পড়ে দেখবেন অবশ্যই। লন্ড্রি ওয়াশের নির্দেশ থাকলে সোয়েটার ঘরে পরিষ্কার করবেন না।  

  • সোয়েটার হাতে পরিষ্কার করার ক্ষেত্রে হালকা গরম পানিতে অল্প ডিটারজেন্ট অথবা বেবি শ্যাম্পু মিশিয়ে ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

  • সোয়েটার দীর্ঘদিন সংরক্ষণ করার আগে ভালো করে পরিষ্কার করে নেবেন।  



/এনএ/



অনেক সময় সোয়েটার থেকে উল উঠে যায়। টানাটানি না করে ডিসপোজেবল রেজার দিয়ে আলতো করে সরিয়ে ফেলুন উল। সোয়েটার যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখবেন।