আনিস আলমগীরের ‘ধর্ম নিয়ে ব্যবসা’

ধর্ম নিয়ে ব্যবসাঅমর একুশে বইমেলায় আদর্শ প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে সাংবাদিক, কলামিস্ট ও শিক্ষক আনিস আলমগীরের বই ‘ধর্ম নিয়ে ব্যবসা’। বইটি মূলত মৌলবাদ, ধর্মের নামে অপপ্রচার ও যুদ্ধাপরাধীদের নানা তৎপরতা এবং এর পরিণতি নিয়ে লেখা নানা নিবন্ধের সংকলন।

বইটি উৎসর্গ করা হয়েছে বিশিষ্ট কলাম লেখক বখতিয়ার উদ্দিন চৌধুরীকে। বইয়ের প্রথম ফ্ল্যাপে রয়েছে হযরত আলী (রা.) এর একটি ঘটনা।

আদর্শ থেকে প্রকাশিত এই বইটির মূল্য ১৫০ টাকা। ২৫ শতাংশ ডিসকাউন্টে বইটি বিক্রি হচ্ছে ১১৪ টাকা। তবে আজ লেখক আনিস আলমগীর নিজে উপস্থিত থাকবে বলে জানিয়েছেন ফেসবুক স্ট্যাটাসে। এসময় তার হাত থেকে বই নিলে অটোগ্রাফসহ ১০০ টাকায় পাওয়া যাবে বইটি।

বইটির মনোরম প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর।

/এফএএন/