দাগ সাহিত্য পুরস্কার ও শত কণ্ঠে কবিতা

noname‘দাগ সাহিত্য পুরস্কার’ পেলেন কবি খালেদ হোসাইন, কথাসাহিত্যিক সালাম সালেহ উদদীন, শিশুসাহিত্যিক আনজীর লিটন, তরুণ কবি হিসেবে জব্বার আল নাঈম এবং গ্রামউন্নয়ন, সমাজসেবক ও তরুণ সংগঠক হিসেবে আবুহেনা মোস্তফা কামাল। গতকাল মঙ্গলবার বিশ্বসাহিত্য কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এ বছরই সাহিত্যপত্রিকা ‘দাগ’ এই পুরস্কার প্রবর্তন করে।
এছাড়াও দিনব্যাপী সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ১০০ কবি কবিতা পড়েন। এই অনুষ্ঠানের আয়োজন করে রবীন্দ্র জার্নাল ও দাগ।
অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জামান খান। প্রধান অতিথি ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের চেয়ারম্যান ও রবীন্দ্র জার্নালের সম্পাদক মো. ইসরাফিল আলম এমপি। সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন ড. শামসুজ্জামান খান, উত্তরীয় পরিয়ে দেন কবি আসাদ চৌধুরী এবং সম্মাননা সনদ তুলে দেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। 

এছাড়াও উপস্থিত ছিলেন, কবি আসীম সাহা, কবি আসলাম সানী, কবি রেজাউদ্দিন স্টালিন, কবি হেলাল হাফিজ, কবি মাকিদ হায়দার, কবি বিমল গুহ, কবি নাসির আহমেদ, কবি সোহরাব পাশা, কবি গোলাম কিবরিয়া পিনু, কবি জাফর আহমেদ রাশেদ, কবি শামীম রেজা প্রমুখ।