সিডনিতে প্রেম পুরাণ

22
অস্ট্রেলিয়ার সিডনিতে সাংস্কৃতিক সংগঠন ‘কবিতা বিকেল’ তাদের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘প্রেম পুরাণ’ নামে একটি নাটক মঞ্চস্থ করেছে লাকেম্বার লাইব্রেরি হলে, শনিবার সন্ধ্যায়।

নাটকে এপার-ওপার বাংলার সুন্দরবন সম্পৃক্ত কৈবর্ত্য সমাজের জীবন-সংগ্রাম, বিপন্নতা ও অস্তত্ববাদী প্রতিরোধ অনন্য শৈল্পিক মাত্রা পেয়েছে।  

নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন রাজন নন্দী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওয়াসিফ আহমেদ শুভ, জোবাইদা আখতার রত্না, কাজী সুলতানা শিমি, শাকিল আরমান চৌধুরী, সাবিরা রহমান রীমা, মুনা মুস্তাফা, আফসানা রুচি এবং রাজন নন্দী।  

আলো এবং মঞ্চ ভাবনায় শীর্ষেন্দু নন্দী, আবহ সঙ্গীতে তামিমা শাহরীন ও শান্তনু কর এবং শব্দ সংযোজন করেছেন ফাতেমা-তুজ-জোহরা। সার্বিক সহযোগিতায় ছিলেন মাহমুদা রুনু।