লন্ডনে সৌধের আয়োজনে জীবনানন্দ উৎসব ১ মার্চ

রবীন্দ্র-উত্তর বাংলাভাষার প্রধানতম কবি জীবনানন্দ দাসের  জীবন ও সাহিত্যের পাঠ ও পুনর্পাঠ; একবিংশ শতকে তাঁর রচনার প্রাসঙ্গিকতা– এরকম বিচিত্র অনুষঙ্গ নিয়ে এবার পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে সৌধ-জীবনানন্দ উৎসব। বৃটেনে দক্ষিণ-এশীয় শিল্পের শীর্ষতম সংস্থা  সৌধ সোসাইটি অব পোয়েট্রি এন্ড ইন্ডিয়ান মিউজিকের আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হবে ইস্ট-লন্ডনের রিচমিক্স থিয়েটারে ১ মার্চ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায়। এতে বরাবরের মতই  অভিনব সব পরিবেশনায় অংশ নেবেন বিলাতের প্রথিতযশা বাঙালি ও অবাঙালি কবি, লেখক, তাত্ত্বিক এবং সঙ্গীত, নৃত্য ও অভিনয় শিল্পীরা। রবীন্দ্রনাথ পরবর্তী ভারতবর্ষের অন্যতম প্রধান আধুনিক কবি জীবনানন্দের কালজয়ী সাহিত্য বিশ্বমঞ্চে তুলে ধরে প্রকারান্তরে বাংলা সাহিত্যের সীমাহীন ঐশ্বর্য পরম্পরার প্রচারই এই উৎসবের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন সৌধ পরিচালক কবি টি এম আহমেদ কায়সার।

এতে  জীবনানন্দের কবিতার তুলনামূলক পাঠ নিয়ে কথা বলবেন কবি, নাট্যকার ও অনুবাদক জন ফার্নডন। জীবনানন্দের কবিতার বুলগেরয়ান অনুবাদ ও আনুষঙ্গিক আলোচনায় অংশ নেবেন মেধাবী বুলগেরিয়ান কবি ও প্রত্ন-সঙ্গীত গবেষক ড. স্নেজহিনা গুলুবভা। স্ব-অনূদিত পার্শিয়ান অনুবাদ পাঠ করবেন বিশিষ্ট বৃটিশ-ইরানি কবি আলিরেজা আবিজ এবং আরবি অনুবাদ পাঠ করবেন তরুণ বৃটিশ-মিশরীয় কবি মোহাম্মদ মোহসেন।