তানবীরা তালুকদারের ‘শুকশারি গল্পেরা নাগালে’

noname
অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে তানবীরা তালুকদারের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘শুকশারি গল্পেরা নাগালে’। প্রকাশ করছে সিঁড়ি প্রকাশন। এতে সতেরটি গল্প রয়েছে। প্রচ্ছদ করেছেন, মাসুক হেলাল। মূল্য ২০০ টাকা।

গল্প প্রসঙ্গে তানবীরা তালুকদার বলেন, সময় আর প্রযুক্তি বদলে দিয়েছে জীবন, বদলে গেছে সম্পর্ক আর সাথে সম্পর্কের মানেও। মানবিক অনুভূতি কী তাই বলে বদলে যেতে পারে! আমাদের ব্যস্ত এই মধ্যবিত্ত নাগরিক জীবনে আসে প্রেম, থাকে বিরহ, আসে সংসার, ফেসবুক, সম্পর্ক তৈরি হয়, সম্পর্ক ভাঙে। বেশির ভাগ গল্পগুলো এ সময়ের প্রতিচ্ছবি। এই কাঁচ ভাঙা সময়টাকে কোথাও মলাটবন্দী করে রাখার প্রয়াস।