বইমেলায় মোস্তফা কামালের 'অগ্নিমানুষ'

nonameবাংলা কথাসাহিত্যে ইতিহাস-আশ্রয়ী লেখার বিশেষ একটা জায়গা তৈরি করে নিয়েছেন মোস্তফা কামাল। কখনও আন্তর্জাতিক প্রেক্ষিতে, কখনও আমাদের দেশের পটভূমিতে ইতিহাসের ওপর ভিত্তি করে উপন্যাস লিখছেন তিনি। কূটনীতির অনেক জটিল বিষয়ে তার দৃষ্টি ইতোমধ্যে স্বচ্ছতার পরিচয় দিয়েছে। ভবিষ্যত সম্পর্কে তার অনুমান সঠিক প্রমাণিত হয়েছে।

ইতিহাসের নিষ্ঠ পাঠক মোস্তফা কামাল দেশভাগ পরবর্তী সময় থেকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষ—এই পর্যন্ত সময়টাকে ধরে তিনটি উপন্যাস লিখেছেন সাম্প্রতিক সময়ে। অগ্নিকন্যা, অগ্নিপুরুষ এবং অগ্নিমানুষ—এই তিনটি উপন্যাসে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়কে ধরেছেন তিনি।

উপন্যাসত্রয়ীর মধ্যে সর্বশেষটি অর্থাৎ অগ্নিমানুষ প্রকাশিত হয়েছে অমর একুশে গ্রন্থমেলায়। প্রকাশ করেছে পার্ল পাবলিকেশন্স। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। দাম রাখা হয়েছে ৫০০ টাকা।