গ্রন্থমেলায় ‘বানিশান্তার মেয়ে’

noname

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে মনোয়ারা বেগমের উপন্যাস ‘বানিশান্তার মেয়ে’। গ্রন্থটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান ‘অগ্রদূত অ্যান্ড কোম্পানি’, প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন, পৃষ্ঠা সংখ্যা ৪৮, দাম রাখা হয়েছে ১৫০ টাকা।

গ্রন্থমেলায় অগ্রদূত অ্যান্ড কোম্পানির ৬২৮-৬২৯ নম্বর স্টলে পাওয়া যাবে গ্রন্থটি।

উপন্যাসটি সম্পর্কে লেখক বলেন, ‘বানিশান্তার মেয়ে’ এমন এক কাহিনির ওপর ভিত্তি করে লেখা যেখানে নিষিদ্ধ পল্লির সন্তানদের পড়ালেখা করার বিভিন্ন সংকটময় দিক উঠে এসেছে। উপন্যাসে আছে  মুক্তিযুদ্ধের কিঞ্চিৎ বর্ণনা, আছে দেশভাগের পর মানুষের প্রত্যাবর্তনের আংশিক বর্ণনা। সর্বোপরি কীভাবে আপনজনদের কাছ থেকে প্রতারিত হয়ে, বিতাড়িত হয়ে, বানিশান্তার মতো নিষিদ্ধ পল্লিতে মেয়েরা জীবন-যাপন করে মূলত সেই কাহিনি উঠে এসেছে উপন্যাসটিতে।